Acacia auriculiformis
এই
বৃক্ষকে আকাশমণি বা অ্যাকাশি নামেই আমরা বেশি চিনি। দ্রুতবৃদ্ধিসম্পন্ন এই
বৃক্ষ রাস্তার দুইপার্শ্বে শোভাবর্ধনকারী অ্যাভিনিউ ট্রি (tree alley)
হিসেবে লাগানো হয়। কান্তাবর্ণা ঝুলন্ত মঞ্জরির শ্রীতে মুগ্ধ রবীন্দ্রনাথ(?)
আবার এর নাম দিয়েছিলেন সোনাঝুরি। সত্যিই সুন্দর এর পুষ্পমঞ্জরি। আর এর
পাতাগুলো কেমন? কেউ দেখেছেন? সত্যি বলতে কি এই গাছের পাতা অনেকেই দেখেন
নাই। এই গাছের যেটাকে আমরা অনেকেই পাতা বলি সেটি আসলে পাতা নয়, এটি মূলত
পর্ণবৃন্ত। বোটা যখন রূপান্তরিত হয়ে পাতার মত দেখায় তখন তাকে পর্নবৃন্ত বলা
হয়। এই গাছটি যখন চারা অবস্থায় থাকে তখন এর যৌগিক পাতা দেখা যায়।
পরবর্তীতে এর পাতা ঝরে যায়। বয়স্ক গাছে শুধু চর্মবৎ পর্নবৃন্তই দেখা যায়। এখানে, প্রথম ছবিতে পর্ণবৃন্ত( বোঁটা) ও পুষ্পমঞ্জরি এবং দ্বিতীয় ছবিতে চারা গাছে পাতা দেখানো হয়েছে। ( মূল লেখাঃ বোটানি. বিডি/রাশেদ কারামি)
No comments:
Post a Comment