Thursday, October 23, 2014

Premna esculenta _ লালনা

লালনা
Premna esculenta
গোত্র-Verbenaceae
ছবি এবং তথ্য- Botany.bd /এমদাদুল হক খোকন
Premna esculenta

from JU campus, 2013
 
  • এটি ছোট কাণ্ডবিশিষ্ট শাখান্বিত গুল্ম। পাতা প্রতিমুখ, 10-20 cm লম্বা, কিনারা সিরেট (serrate)। শাখার শীর্ষে করিম্বে ছোট ছোট হলুদাভ সাদা ফুল হয়। পরিপক্ক ফল লালচে/পার্পল বর্ণের। এটির ভেষজ গুণ আছে।
  • এটি মুত্রবর্ধক, চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলের লোকজন এর পাতা তরকারীতেও ব্যবহার করে। মুত্রনালীর সমস্যাতেও এর ব্যবহার আছে।
জন্ডিস রোগের ওষুধ তৈরিতেও এর ব্যবহার আছে। চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলে এই গাছ জন্মে, জাহাং্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এটি পাওয়া যায়।

No comments:

Post a Comment