Friday, October 3, 2014

আকন্দ / Calotropis procera

আকন্দ
Common name: Crown Flower,
S.name: Calotropis procera

 Family: Asclepiadaceae.
 অতি পরিচিত এই আকন্দ। শহরের বাইরে কোথায় নেই এই উদ্ভিদ। ইদানিং ঢাকা শহরের অনেক বাগানেও এর জায়গা হয়েছে। একে দুই রকমের দেখা যায় ১। বড় আকন্দ ২। ছোট আকন্দ। বড় আকন্দ আবার দুই রঙের হয় হাল্কা বেগুনি আর সাদা। তবে বেগুনিটাই বেশী দেখা যায়। আর ছোট আকন্দ এই দেশে খুব একটা দেখা যায় না। রাজশাহীর চলনবিল এলাকায় এই ছোট আকন্দ দেখা যায়।
(  লেখাঃ টি বি/ বোটানী. বিডি )

No comments:

Post a Comment