Thursday, October 23, 2014

Ammannia baccifera _ বনমরিচ / দাদমারি / দাদমারী / অগ্নিগর্ভ - Banmarich / dadmari

বনমরিচ / দাদমারি
বৈজ্ঞানিক নাম: Ammannia baccifera

Synonyms: A. apiculata, A. attenuata
ইংরেজি নাম: Blistering Ammania, Monarch Redstem
সংস্কৃত নাম: অগ্নিগর্ভ
গোত্র: Lythraceae
______________________________________________________________
গাছটির ছবি তুলেছিলাম আজ (২২/১০/২০১৪) একটি ফলের বাগান থেকে।  হঠাত করে দেখলাম ফেইসবুকের Botany.bd নামক গ্রুপে এই গাছের পোস্ট দেয়া হয়েছে। এখানে প্রথম ছবিটি আমার উঠানো। অন্যগুলো নেট থেকে নিয়েছি।


গাছটি ধানখেত, জলাভূমিতে বা স্যাতসেতে নিচু জমিতে, ফলবাগানে জন্মে। কিছু বর্ণনা নিচে দেয়া হল-
১) এটি খাড়া,  ছোট বিরুৎ জাতীয়, বর্ষজীবী, শাখান্বিত।
২) গাছটি কখনো কখনো সবুজ হলেও অধিকাংশ সময় কম-বেশি লালচে/ পার্পল (purplish) বর্ণের দেখায়।
৩) কাণ্ড কিছুটা চারকোণাকার।
৪) প্রধান কাণ্ডের নিচের দিকের পাতা সরু, লম্বাটে (oblong, oblanceolate, or narrowly elliptic)
৫) শাখার পাতাগুলো কিছুটা ছোট।
৬)পাতার কক্ষে গুচ্ছাকারে ছোট ছোট ফুল হয়, এদের বর্ণ সবুজাভ বা পার্পল হতে পারে।
৭) ফল ক্যাপসুল জাতীয়, প্রায় গোলাকার, পার্পল বর্ণের। বীজ কালচে বর্ণের।








  • উপকারীতা: পাকস্থলির বিভিন্ন সমস্যায় এর পাতার রস ব্যবহার করা হয়। দাদরোগেও এটি উপকারী বলে জানা গেছে।

উইকিপিডিয়ার তথ্য-____________________________________________________
'বনমরিচ' / monarch redstem /blistering ammannia-- is a species in the family Lythraceae. It is widespread in the tropical regions of Asia, America and Africa. It has been naturalized in Spain. It is annual and herbaceous, and can be found in marshes, swamps, rice fields and water courses at low elevations. It is considered endangered in Israel, but because it is widespread and common elsewhere, the IUCN considers it to be 'Least Concern'. The plant Ammannia baccifera Linn. is erect, branched, smooth, slender, annual, more or less purplish herb 10 to 50 centimeters in height. The stems are somewhat 4-angled. The leaves are oblong, oblanceolate, or narrowly elliptic, about 3.5 centimeters long – those on the branches very numerous, small, and 1 to 1.5 centimeters long – with narrowed base and pointed or somewhat rounded tip. The flowers are small, about 1.2 millimeters long, greenish or purplish, and borne in dense axillary clusters. The capsules are nearly spherical, depressed, about 1.2 millimeters in diameter, purple, and irregularly circumscribes above the middle. The seeds are black

No comments:

Post a Comment