Monday, October 20, 2014

চাঁদমালা / চাঁদ মালা / চান্দমালা / চান্দ মালা/ চাদমালা / Nymphoides hydrophylla / Crested Floatingheart /কুমুদিনী (হিন্দি)

চাঁদমালা
হিন্দি নাম- কুমুদিনী / টগরমূলী
Common name: Crested Floatingheart.
S.name: Nymphoides hydrophylla (synonym : Nymphoides cristata / Limnanthemum cristatum)
Family: ফ্যামিলিঃ Gentianaceae (বর্তমান-Menyanthaceae)
_____________________________________________________________________________
বাংলার খাল-বিলে খুব দেখাযায় একে। রঙ পিউর হোয়াইট। হাল্কা সুগন্ধি। ফুল ফোটে আগস্ট হতে নভেম্বার পর্যন্ত।
কয়েকজন লেখক, যেমন----
১) দ্বিজেনশর্মা
২) আমজাদ আলী খান
৩) এম এস রেজাউল করিম
৪) মো: হাসান কবির
৫) দেবাশিষ রায়--------------------------- প্রমুখ রাইটারের উদ্ভিদ বিষয়ক বই অনুসারে Nymphoides hydrophylla-এর বাংলা নাম হচ্ছে চাঁদমালা / চান্দমালা
। কিন্তু বিভিন্ন নেটে বিভিন্ন গ্রুপে/ সাইটে পানচুলি নামক অন্য একটি উদ্ভিদকে ভূলক্রমে প্রায়ই চাঁদমালা বলা হত।
টি বি's photo.
(চান্দমালা ফুল, ছবি- টিবি/ বোটানী.বিডি)

দ্বিজেন শর্মার বইয়ে Nymphoides hydrophylla/ চাঁদমালা-এর নিম্নরূপ বর্ণনা দেয়া আছে-

এটি বাংলাদেশ এবং ভারতের প্রজাতি। লতান জলজ উদ্ভিদ। ভাসন্ত পাতা প্রায় গোল, 5-8 সে.মি চওড়া, বোটা প্রায় 4সে.মি, পাতার উপর মসৃণ, নিচে প্রকট শিরাজাল। ছোট ছোট সাদা ফুল, পাপড়ি 5টি। ফল গোল।

তথ্যসূত্র: ১) বই (ফুলগুলো যেন কথা,
দ্বিজেন শর্মা)
           ২) নেট:(চান্দমালা ফুল, ছবি- টিবি/ বোটানী.বিডি)

1 comment: