Wednesday, October 15, 2014

কুন্দ / মেঘমল্লিকা / কুন্দ ফুল / Jasminum pubescens _ J. multiflorum

কুন্দ /মেঘমল্লিকা
বৈজ্ঞানিক নাম- Jasminum pubescens (Syn. J. multiflorum)
অন্যান্য নাম- Indian jasmine, star jasmine, winter jasmine, MeghaMallika(Sanskrit)


কুন্দ Oleaceae পরিবারের উদ্ভিদ। এই Oleaceae পরিবারের প্রায় ২০০ টি ফুলের এক বিশাল গণ Jasminum । এই গণে আছে বেলী, জুই, চামেলীসহ নানান সুগন্ধি ফুল, তবে কুন্দ গন্ধহীন।

ভারত উপমহাদেশীয় প্রজাতি। লতানো ধরণের চিরসবুজ ঝোপ। পাতা ও কচি ডাল রোমশ। পাতা একক, ৩-৬ সেমি লম্বা, উপর মসৃণ, নিচ রোমশ। শীত, বসন্ত ও গ্রীষ্মে ফুল ফোটে। পাশের ছোট ছোট ডালে গুচ্ছ গুচ্ছ সাদা রঙের সিঙ্গেল বা ডাবল ৩ সেমি চওড়া ফুল, গন্ধহীন। দলের আগায় ৭-৯ টি পাপড়ি, চোখা বা ভোতা। আরেকটি ভ্যারাইটি আছে, যার পাপড়ির কিনার গোলাপী।

উইকিপিডিয়া থেকে---In Indian mythology, Kund is known for its whiteness. So, instead of the common western phrase 'white as snow', what often appears in Hindu
mythological stories is 'white as kunda'. Also, beautiful white teeth are often compared to Kunda buds. It is held to be especially sacred to Vishnu. In Manipur, Kundo flowers are used in worship, and are an essential part of a marriage ceremony. The bride garlands the groom with two Kundo flower garlands. The groom then takes one of the two and garlands the bride.
Jasminum multiflorum is native to India, Nepal, Bhutan, Laos, Burma, Thailand and Vietnam. It is widely cultivated in tropical and subtropical regions for its attractive and intensely fragrant flowers.

No comments:

Post a Comment