Sunday, October 12, 2014

Leucaena leucocephala / ইপিল ইপিল / সুবাবুল



ইপিল-ইপিল গাছ
Leucaena leucocephala


Leucaena leucocephala.jpg
(ইপিল ইপিলের পাতা, কলি এবং ফুলসহ একটি শাখা)
ইপিল ইপিল মূলত আমেরিকার প্রজাতি। তবে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে এটি অত্যন্ত সফলতার সাথে জন্মে, এছাড়া এর ব্যব্যবহারও বহুমুখী, এসব কারণে একে অনেক সময় 'মিরাকল ট্রি' বলা হয়। এটি মাঝারী আকারের দ্রুতবর্ধনশীল গাছ, এটি পত্রমোচী স্বভাবের। গ্রীষ্মের শুরুতে নতুন পাতার সাথে ফুল ফোটে শরৎ পর্যন্ত। ডালের আগায় এবং পাতার কক্ষে লজ্জাবতীর মত পুষ্পমঞ্জরিতে ফুল হয়, তবে এর বর্ণ সাদা। ফুল থেকে  সবুজ বর্ণের পড (ফল) সৃষ্টি হয়। বয়স বাড়ার সাথে সাথে ফল গাঢ় বাদামী/ খয়েরী হয়ে যায়। ফলে 15-20 টি বীজ হয়। বীজে চাষ হয়।
(বয়স্ক ফল)

(ইপিল ইপিলের বীজ)

ব্যবহার:
১) এর পাতা পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
২) জ্বালানী হিসেবে এই গাছের ব্যবহার আছে।
৩) ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, লাউস ইত্যাদি দেশে কচি ফল মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
৪) সবুজ তৈরিতে এ গাছ ব্যবহৃত হয়।

তথ্যসূত্র : Botany.Bd
ছবি: নেট থেকে নেয়া।










No comments:

Post a Comment