বৈজ্ঞানিক নাম- Grewia nervosa
Synonyms:
Microcos paniculataFallopia nervosa Lour.
Grewia microcos L.
Grewia nervosa (Lour.) Panigrahi
Microcos nervosa (Lour.) S. Y. Hu
Family: Tiliaceae
Duration: Prennial
Growth Habit: Large Shrub/ Small Tree
(দাতই পুষ্পমঞ্জরি, ছবি- আমার ফটোগ্রাফি) |
সারা বাংলাদেশেই বন এলাকায় এ গাছ দেখা যায়। এটি মাঝারি আকারের বৃক্ষ জাতীয় উদ্ভিদ। ফুল ছোট, সাদা রংয়ের, হালকা সুগন্ধযুক্ত। ফলও ছোট। ফলের বোঁটা একটু লম্বা। পাকা ফলের রং কালো। পাকা ফল খাওয়া যায়। গ্রামাঞ্চলে বাশ দিয়ে একধরণের খেলনা বন্দুক তৈরি করা হয়, এ বন্দুকের গুলি হিসেবে দাতইয়ের কাচা ফল ব্যবহৃত হয়।
(বাশ দিয়ে তৈরি খেলনা বন্দুক এবং দাতই ফল বা রসু গোটা, ছবি-নেট থেকে সংগৃহীত) |
দাতই বা পটকা গাছের পাতায় Isorhamnetin, Kaempferol, Quercetin নামক রাসায়নিক দ্রব্যাদি পাওয়া যায়। ডাঁটার বাকলে N-Methyl-6β-(deca-l′,3′,5′-trienyl)-3β-methoxy-2β-methylpiperidine ইত্যাদি বিশেষ ধরনের এলকালয়েড থাকে, যা কীটনাশকে ব্যবহার হয়। এই গাছের পাতার রস বদহজম, একজিমা এবং টাইফয়েডের জ্বরে ব্যবহার হয়।
তথ্যসূত্র : Botany.bd, উইকিপিডিয়া
বাংলাদেশ ছাড়া আর কোন কোন দেশে পাওয়া যায়? বা এর আদিবাস কোথায়?
ReplyDelete