Saturday, October 11, 2014

Rondeletia odorata _ রনডেলেশিয়া / পানামা গোলাপ / Panama rose



পানামা গোলাপ
-------------------

S.name: Rondeletia odorata
Common name: Panama rose, Fragrant Panama rose, Sweet Smelling Rondeletia.
এই ফুলের সুগন্ধি আর চটকদার রঙের নজর কাড়া বাহার যে কারো মন ভোলাবেই।  সঠিক পরিচর্যার অভাবে গাছটি বেশ হতশ্রী হয়ে যায়। 
(পানামা গোলাপ। ছবি-ইন্টারনেট)

বর্ণনা: চিরসবুজ গুল্ম। সাধারণত এক থেকে দেড় মিটার পর্যন্ত উঁচু হতে পারে, গড়নের দিক থেকে লম্বাটে স্বভাবের। পাতা চার থেকে ছয় সেন্টিমিটার লম্বা, ওপরের পিঠ রোমশ। ছোট ছোট থোকায় সাত থেকে আট মাস পর্যন্ত ফুল ফোটে। ফুল দেখতে অনেকটা রঙ্গনের মতো, তবে পাপড়ির আগা ভোঁতা ও মাঝখানে একটি হলুদ রঙের ফোঁটা থাকে, পাপড়ির রং লাল। বংশবৃদ্ধি দাবাকলমে।

গাছটি কোথায় দেখতে পাবেন?
জাতীয় উদ্যান, রমনা উদ্যান, নিউ বেইলি রোডের ডাক বিভাগের আবাসিক ভবনগুলোর একটিতে এ গাছ চোখে পড়ে। তবে কারো কারো ব্যক্তিগত বাগানেও থাকতে পারে।
তথ্যসূত্র: Botany.Bd

No comments:

Post a Comment