Friday, October 3, 2014

Hydrocotyle verticillata / পেনিওয়ার্ট / ওয়টার পেনিওয়ার্ট / ডলার গ্রাস / ডলার ঘাস

Common name: Whorled Marsh-Pennywort
Botanical name:Hydrocotyle verticillata Family: Araliaceae (Aralia family)
Synonyms: Hydrocotyle prolifera, Hydrocotyle triradiata, Hydrocotyle australis ( It is a new report for Bangladesh. Ref. Journal of plant taxonomy)।

এটি Dollar Grass নামেও পরিচিত। অনেকে একে থানকুনি ভেবে ভুল করেন, কারণ- পেনিওয়ার্টের পাতার সাথে থানকুনি পাতার সাথে সাদৃশ্যপূর্ণ। পেনিওয়ার্ট মূলত একটি বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ তবে কখনো কখনো পুকুর, নদী বা অন্যান্য জলাশয়ের নিকটবর্তী স্থানে জন্মে ম্যাট সৃষ্টি করে, কাজেই বলা যায়- এটি স্থলজ পরিবেশেও জন্মে এবং সফললভাবে বাঁচে এই গাছ ছায়াযুক্ত স্থানে থাকতে ভালবাসেএর কাণ্ড ক্রিপার জাতীয়। পাতা গোলাকার, গাঢ় সবুজ, মোমের প্রলেপ থাকায় চকচকে (leaf color- bright green and waxy.) । পাতার বোঁটা ফলকের  ঠিক মাঝখানে যুক্ত । পাতার কিনারা সামান্য দণ্তর (slightly toothed) । পুুষ্পবিন্যাস আম্বেল। ফুল সবুজাভ-সাদা বর্ণের, উভলিঙ্গিক। ফল- সাইজোকার্প।
# তথ্যসূত্রঃ বোটানী,বিডি
# ছবিঃ মোতাহার হোসেন)





H. verticillata-এর  রিলেটেড প্রজাতি হচ্ছে:  H. umbellata






No comments:

Post a Comment