Bacopa monnieri
------------------------------------------------
- ছবি- botany.bd
স্মৃতিশক্তি বর্ধনের জন্যে ব্রাহ্মীর ব্যবহার দারুণ সাফল্যজনক, যেটা বয়স বাড়ার জন্যেও প্রযুক্ত হতে পারে। এ ক্ষেত্রে ২ চামচ ব্রাহ্মী পাতার রস, আধা চামচ গরম ঘীয়ের সঙ্গে, আধকাপ দুধের সঙ্গে খেতে হয়। তবে সকালে কিছু নাশতা খাবার পর খাওয়াই বিধি। ২-৩ সপ্তাহ খেলেই উপকারটা বেশ বোঝা যায়। শিক্ষার্থীদের জন্যে এটা বোধ হয় খুবই দরকারী ওষুধ যদি স্মৃতিশক্তি কমে গেছে মনে হয়। অনেকে বাতের মালিশের জন্যে ব্রাহ্মীর রস পেট্রোলের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করে থাকেন। ইনসমনিয়া বা অঘুমার জন্যেও এর রস বিশেষ উপকারী।
তথ্যসূত্র / ছবি- botany.bd এবং নেট।
ইংরেজি বর্ণনা- (উইটিপিডিয়া থেকে)
Bacopa monnieri (waterhyssop, brahmi,thyme-leafed gratiola, water hyssop, herb of grace, Indian pennywort is a perennial, creeping herb native to the wetlands of southern India, Australia, Europe, Africa, Asia, and North and South America. Bacopa is an important medicinal herb used in Ayurveda, where it is also known as "Brahmi," after Brahmā, the creator God of the Hindu pantheon. Bacopa has traditionally been employed as a neurological tonic and cognitive enhancer, and it is currently being studied for its possible neuroprotective properties.
The leaves of this plant are succulent, oblong and 4–6 millimeters thick. Leaves are oblanceolate and are arranged oppositely on the stem. The flowers are small and white, with four or five petals.
No comments:
Post a Comment