Tephrosia candida
Synonyms: Cracca candida
Synonyms: Cracca candida
Fabaceae - Papilionoideae
সাধারণ নাম- বাঙ্গারা, বগা
, বনতর (হিন্দি)
ইংরেজি নাম- White Hoary Pea
সংস্কৃত নাম-সারাপুঙ্খা
আমাদের দক্ষিণ এশিয়াই এই ফুলের আদি নিবাস। এই ফুলটি আমি প্রথম দেখেছি জাতীয় উদ্যাান, মিরপুর-এর গোলাপ বাগানের চারদিকে।
সংস্কৃত নাম-সারাপুঙ্খা
আমাদের দক্ষিণ এশিয়াই এই ফুলের আদি নিবাস। এই ফুলটি আমি প্রথম দেখেছি জাতীয় উদ্যাান, মিরপুর-এর গোলাপ বাগানের চারদিকে।
(ছবি- মিরপুর জাতীয় উদ্যান থেকে উঠিয়েছি)
বর্ণনা :
১) এটি একটি খাড়া গুল্ম, লম্বায় ১-২.৫/৩ মিটার। শাখা-প্রশাখাগুলো কিছুটা নতজানু হয়ে ঝুলে (straggling ) থাকে।
২) পাতাগুলো সচূড় পক্ষল যৌগিক, ১৩-২৭ টি পিনাযুক্ত। পিনার শীর্ষভাগ কিছুটা সূচালো বা ভোতাও হয়ে থাকে (sharp or blunt tip)
৩) ফুলগুলো সাদা, যা মটর ফুল বা ছোট আকারের বকফুলের মত দেখতে। শাখা- প্রশাখায় অনেকগুলো ফুল রেসিম সৃষ্টি করে থাকে। রেসিম ২৫ সে.মি পর্যন্ত লম্বা হতে পারে, শীর্ষক বা কাক্ষিক।
৪) ফল পড/লিগুম জাতীয় এবং ৬-১০ সে.মি লম্বা, ৮-৯ মি.মি চওড়া।
৫) প্রতি ফলে ১০-১৫ টি বীজ থাকে। বীজগুলো চওড়া-ডিম্বাকার।
৬) এটি পানিবদ্ধতা সহ্য করতে পারে না।
(পাতা)
ব্যবহার: শোভা বর্ধনে বাগানে লাগানো ছাড়াও আরো কিছু গুরুত্ব আছে, যেমন-
সবুজ সার তৈরিতে এর ব্যবহার আছে। বয়স্ক কাণ্ড জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়। এর শিকড়ে মিথোজীবী ব্যাকটেরিয়া থাকে যা প্রচূর পরিমানে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে, এজন্য এগ্রোফরেস্ট্রিতে এর ব্যবহার রয়েছে। বিভিন্ন গাছের চারা যেমন, কফি, চা, নারকেল ইত্যাদির অস্থায়ী শেডক্রপ হিসেবে এই গাছ ব্যবহৃত হতে পারে।
No comments:
Post a Comment