Tuesday, October 14, 2014

পানিলজক / পানি লজ্জাবতি / পানি লজ্জাবতী _ Neptunia oleracea

পানিলজক / পানি লজ্জাবতি / জল লজ্জাবতি/ পানি লজ্জাবতী
--------------------------
S.name: Neptunia oleracea
Common name: Water mimosa.

পরিবার- Fabaceae
অন্যান্য নাম- water mimosa, sensitive neptunia


টি বি's photo.

 এই গাছটির পাতা দেখতে লজ্জাবতি পাতার মত এবং কোন স্পর্শ পেলেই লজ্জাবতি পাতার মত গুঁটিয়ে যায়।  জল লজ্জাবতী আমাদের পরিচিত লজ্জাবতীর সাথে একই পরিবারভুক্ত হলেও গণ ভিন্নলজ্জাবতী Mimosa গণভুক্ত আর জল লজ্ঞাবতী Neptunia গণভুক্তগণের নাম Neptunia রাখা হয়েছে প্রাচীন রোমান বিশ্বাসমতে সাগরের দেবতা নেপচুন এর নামানুসারে(যেহেতু এই গণের প্রজাতিগুলো জলজ)জল লজ্জাবতী পানিবদ্ধ বা স্বল্প পানিতে জন্মায়, এতে কাটা হয় না। কাণ্ডে একপ্রকার সাদা রঙের ফোমের মত হয় যা মাছের খাদ্য। ফুল হলুদ কমলা। আগে অনেক পুকুরে দেখা যেত এখন খুব একটা চোখে পরে না।




তথ্যসূত্র : Botany.bd / t.b

No comments:

Post a Comment