Scientific name: Uraria crinita
Common name: Asian foxtail
Family: Fabaceae
Origin: South China/ Southeast Asia
Common name: Asian foxtail
Family: Fabaceae
Origin: South China/ Southeast Asia
- Botany.bd তে একটি পোস্টে রাশেদ কারামী এ গাছ সম্পর্কে বলেন- ''শেরপুরের পাহাড়ে এ রূপসী ফুলের সাথে আমার প্রথম সাক্ষাত। সুন্দরী ঝর্ণার পাশে এ রুপসীর সহাবস্থান দর্শনে মুগ্ধ হই... বলা যায় প্রেমাসক্ত হই । তাই অনেক ঝাক্কি সামলে এর কয়েকটি ছবি নিই... প্রেম বলে কথা!! অনিন্দ্য-রূপসী, বেগুনিবর্ণা এ বুনো ফুল সত্যিই মন কেড়ে নিবে আপনারও। চীনসহ কিছু দেশে এ রূপসীকে অর্নামেন্টাল ‘পট-প্ল্যান্ট’ হিসেবে জন্মানো হয়, আমাদের দেশে হয় কিনা জানা নেই। তবে, বাগানে ঠাই দিলে তা হবে অনন্য।''
- এর সাথে মিল আছে এরকম উদ্ভিদ হচ্ছে:
ঈশ্বরীজটা/বান্দরঝুটি/চাকুলিয়া (U. lagopodoides ) এবং সঙ্করজটা (Uraria picta), সালপান (Uraria hamosa)
- এর সাথে মিল আছে এরকম উদ্ভিদ হচ্ছে:
No comments:
Post a Comment