Friday, October 24, 2014

Lobelia chinensis _ লবেলিয়া ফুল / লবেলিয়া ঘাস

লবেলিয়া ফুল / লবেলিয়া ঘাস
বৈজ্ঞানিক নাম- Lobelia chinensis
অন্যনাম- Chinese Lobelia, Herba Lobellae
গোত্র-
Campanulaceae
  • শুক্রবারের ''পরাধীন পোস্ট''
+++++++++++++++++++
ফুল ভালবাসি। ভালবাসি গাছ- শুধু বৃক্ষ নয়, ভালবাসি বিরুৎ কিংবা গুল্মকেও।  গাছ সম্পর্কে জানতে চাই, শুনতে চাই। বলতেও চাই গাছ নিয়ে- শুধু বৃক্ষের কথা নয়, বিরুৎ কিংবা গুল্মের কথাও বলতে চাই। প্রতিদিন ফুল-ফল-গাছ নিয়েই জানতে চাই, শুক্রবারেও গাছকে ভালবাসতে চাই। অন্যধরনের বিষয়গুলোতো আমরা নিজেদের ওয়ালেই পোস্ট দিতে পারি, তাইনা? আসুন আজ একটি নতুন বিরুৎ-ফুলকে চিনি। এটি বাগানে গ্রাউন্ড-কভার হিসেবে লাগানো যায়, ফুলটি ব্যাতিক্রমি সুন্দর। 
এর নাম- লবেলিয়া ফুল।
  • বর্ণনা- এটি বিরুত জাতীয়, ছোট ১৫-৩৫সেমি. লম্বা। শাখা-প্রশাখাবিশিষ্ট, পাতাগুলো সরু।কাণ্ড সবুজ তবে মূল কিছুটা হলুদাভ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগাছা হিসেবে জন্মাতে দেখা গেলেও পৃথিবীর বিভিন্ন দেশে বাগানে গ্রাউণ্ডকভার কভার হিসেবে লাগানো হয়। গাছটির আদিনিবাস চীন জন্যে এ প্রজাতির নাম লবেলিয়া চাইনেসিস।
    এ গাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান আছে, যেমন-
    apignen, lobeline, lobelanine, isolobelanine, lobelanidine, quercetin, courmarins, glucosides ইত্যাদি। অ্যাজমা, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগে এ গাছ উপকারী। ভেষজগুণের কারণে চীনে এ গাছ বেশ সমাদৃত।

    তথ্য-নেট।
    ছবি- আমার উঠানো

No comments:

Post a Comment