ইংরেজি নাম: East Indian screw tree/Nut-leaved screw tree
হিন্দি নাম: bhendu, damni, jonka phal, kapasi,
Scientific Name- Helicteres isora
Family: Sterculiaceae
অন্তমোড়া ফুলটি অনেকের কাছেই প্রায় অপরিচিত। শাখায় শাখায় লাল বর্ণের সমাহারে এ ফুল বেশ দৃষ্টিনন্দন। আগে এর বাংলা নাম জানতাম না । Botany.BD নামক ফেসবুক পেইজ থেকে এর বাংলা নাম জানলাম। গাছটির বর্ণনা নিম্নরূপ--
১) এটি একটি অর্ধ পর্ণমোচী উদ্ভিদ (sub-deciduous)।
২) স্বভাবে গাছটি গুল্ম বা ছোট আকৃতির বৃক্ষ (shrub or small tree)।
৩) গাছ লম্বায় ৮ -১০ ফুট পর্যন্ত হতে পারে।
৪) বাকল হয় ধৃসর রঙের (grey coloured bark)।
৫) পাতা সরল, কিনারা খাঁজকাটা (serrate margin) এবং ছোট ছোট লোমযুক্ত।
৬) ফুল গুলি একক (solitary) বা হালকা গুচ্ছ (clusters)আকারে থাকতে পারে।
7) পাপড়ির রং হয লাল বা কমলা, ঝরে পড়ার সময় বা বয়স্ক ফুলের পাপড়ি কিছুটা নীলচে বর্ণ ধারণ করে (turning pale blue when old)।
৮) ফল সবুজাভ বাদামী বর্ণের, স্ক্রুর মতো প্যাচানো আকৃতির।
(এই ছবিটি তুলেছেন জনাব Syed Tarik, লোকেশন-DU Campus) |
তথ্যসূত্র, নাম পরিচিতি: Botany.BD
ছবি : Botany.BD , Syed Tarik,
No comments:
Post a Comment