Tuesday, October 14, 2014

অন্তমোড়া / অন্তমোড়া ফুল / অন্তমোরা ফুল _ Helicteres isora _ East Indian screw tree_ antamora



অন্তমোড়া ফুল

ইংরেজি নাম: East Indian screw tree/Nut-leaved screw tree
হিন্দি নাম: bhendu, damni, jonka phal, kapasi,

Scientific Name- Helicteres isora

Family: Sterculiaceae



অন্তমোড়া ফুলটি অনেকের কাছেই প্রায় অপরিচিত। শাখায় শাখায় লাল বর্ণের সমাহারে এ ফুল বেশ দৃষ্টিনন্দন। আগে এর বাংলা নাম জানতাম না । Botany.BD নামক ফেসবুক পেইজ থেকে এর বাংলা নাম জানলাম। গাছটির বর্ণনা নিম্নরূপ--
১) এটি একটি অর্ধ পর্ণমোচী উদ্ভিদ (sub-deciduous)।
২) স্বভাবে গাছটি গুল্ম বা ছোট আকৃতির বৃক্ষ (shrub or small tree)।
৩) গাছ লম্বায় ৮ -১০ ফুট পর্যন্ত হতে পারে।
৪) বাকল হয় ধৃসর রঙের (grey coloured bark)।
৫) পাতা সরল,  কিনারা খাঁজকাটা (serrate margin) এবং ছোট ছোট লোমযুক্ত।
৬) ফুল গুলি একক (solitary) বা হালকা গুচ্ছ (clusters)আকারে থাকতে পারে।
7) পাপড়ির রং হয লাল বা কমলা, ঝরে পড়ার সময় বা বয়স্ক ফুলের পাপড়ি কিছুটা নীলচে বর্ণ ধারণ করে (turning pale blue when old)।
৮) ফল সবুজাভ বাদামী বর্ণের, স্ক্রুর মতো প্যাচানো আকৃতির।


(এই ছবিটি তুলেছেন জনাব Syed Tarik, লোকেশন-DU Campus)
ভেষজ গুরুত্ব: মূল এবং বাকল উদারাময়, আমাশয়, পিত্তদোষে ব্যবহৃত হয়। কৃমিনাশক হিসাবেও এর ব্যবহার আছে। (The roots and stem barks are considered to be expectorant, demulcent, astringent and antiglactagogue. Bark is used in diarrhoea, dysentery, scbies, biliousness and is useful in gripping of the bowels. Root juice is used in antidiarrhoeal and antidysenteric formulations. Fried pods are given to children to kill intestinal worms) Ref. Internet
তথ্যসূত্র, নাম পরিচিতি:  Botany.BD
ছবি : Botany.BD Syed Tarik,

No comments:

Post a Comment