Sunday, October 12, 2014

তরুকথা: আশশেওড়া / দাতন / দাঁতমাজন / মটকিলা / বনজামির / কওয়াটুটি /মটমটি_Glycosmis pentaophylla

আশশেওড়া / দাতন
* বৈজ্ঞানিক নাম Glycosmis pentaophylla.
* অন্যান্য নাম:আশশেওড়া, দাতন/দাঁতমাজন, মটকিলা ,বনজামির,কওয়াটুটি, মটমটি।
* ইংরেজি নাম Rum berry, toothbrush Plant, Motar tree.
* বৈজ্ঞানিক নাম Glycosmis pentophylla.
* বাংলা নাম:আশশেওড়া, দাতন, মটকিলা।
* ইংরেজি নাম Rum berry.
আশশেওড়া গুল্ম জাতীয় উদ্ভিদ। বাংলাদেশের সর্বত্র এদের দেখা মেলে। যেকোনো পরিবেশে নিজেদের মানিয়ে নেয়াভ অসাফধারণ ক্ষমতা আছে এদের। পথের দু’ধারে, ফসল-ক্ষেতের আইলে-বেড়ায়, বাড়ির কাঁনাচে, পোড়ো বাড়ির ইটের খাঁজে, নদী-খাল বা পুকুর পাড়ে, বাগানে, বাঁছড়ায়, ঘোন ঝোপের আড়ালে-- কোথাও এদের বেড় উঠতে বাধা নেই। বালাদেশের যেসব উদ্ভিদের পাতা দিয়ে বাঁশি তৈরি হয়, এর মধ্যে আশশেওড়ার বাঁশি উৎকৃষ্ট।আশশেওড়ার ফুল খুব ছোট। ফুলের রং সবুজাভাব সাদা। আশশেওড়া ফুল হালকা মিষ্টি গন্ধ যুক্ত।আশশেওড়ার ফল সবুজ রঙের। মটর দানার চেয়ে সামান্য বড়। এক ঝোকায় ২০-৫০ পর্যন্ত ফল থাকে। কাঁচা ফুলে রং সবুজ।পাকা ফলের রং গাঢ় গোলাপি। গেলাকার। ফল রসাল। বেশ মিষ্টি। সামান্য তিতাভাব আছে। পাখি ও শিশুদের প্রিয় ফল। ফলের ভেতর দ্বিবীজ পত্রি গোলাকার বিঁচি থাকে।
শশেওড়া একবর্ষজীবি নয়। বেশ কয়েক বছর বাঁচে। তবে সেটা ৫-৭ বছর পর্যন্ত। পানি পেলে সারা বছর জন্মায়। সারা বছর ফুল-ফল দেয়।
(ছবি: শম্ভুগঞ্জ, ময়মনসিংহ
বর্ণনা : Abdul Gaffar Rony-এর একটি পোস্ট থেকে সংগৃহীত))
ছবি- Botany.bd /মৌলি খান
আশশেওড়া গুল্ম জাতীয় উদ্ভিদ। বাংলাদেশের সর্বত্র এদের দেখা মেলে।  বালাদেশের যেসব উদ্ভিদের পাতা দিয়ে বাঁশি তৈরি হয়, এর মধ্যে আশশেওড়ার বাঁশি উৎকৃষ্ট।আশশেওড়ার ফুল খুব ছোট। ফুলের রং সবুজাভাব সাদা। আশশেওড়া ফুল হালকা মিষ্টি গন্ধ যুক্ত।আশশেওড়ার ফল সবুজ রঙের। মটর দানার চেয়ে সামান্য বড়। এক ঝোকায় ২০-৫০ পর্যন্ত ফল থাকে। কাঁচা ফুলে রং সবুজ।পাকা ফলের রং গাঢ় গোলাপি। গেলাকার। ফল রসাল। বেশ মিষ্টি। সামান্য তিতাভাব আছে। পাখি ও শিশুদের প্রিয় ফল। ফলের ভেতর দ্বিবীজ পত্রি গোলাকার বিঁচি থাকে। আশশেওড়া বেশ কয়েক বছর বাঁচে। তবে সেটা ৫-৭ বছর পর্যন্ত। পানি পেলে সারা বছর জন্মায়। সারা বছর ফুল-ফল দেয়।
(ছবি: Botany.bd এবং মূল লেখা: Abdul Gaffar Rony)

No comments:

Post a Comment