তথ্যসূত্র- BOTANY.bd
মেষ শৃঙ্গী
Gymnema sylvestre
অন্যান্য নাম : মেরা সিঙ্গা / মেষ শৃঙ্গী
Sanskrit: Meshashringi, madhunashini Hindi: Gur-mar, merasingi
Family – Asclpiadaceae
(গাছের একাংশ, ছবি-নেট)
এটি একটি কাষ্ঠল লতা। ফুল ছোট, হলদে বর্ণের। পাতা রোমশ, সরল, প্রতিমূখ। এর ভেষজ গুণ রয়েছে।
(পাতা ও ফল, ছবি-নেট)
(পাতা ও ফল, ছবি-নেট)
স্থানীয় ভাষায় ফলের নাম-"হাত কাটা গুড়ি" । ভারতে বানিজ্যিক ভাবে এর পাউডার বিক্রি হয়। নানা রোগ নিরাময় এর উদ্দেশ্যে। ডায়াবেটিস ও মেদ কমানোর জন্য বহু মানুষ এটি ব্যবহার করেন। এটি বহু রোগ নিরাময় করে। আরও জানতে নিচে ইংরেজি অংশের বর্ণনা পড়ুন।
নিচে ফলের ভিতরের অংশের অনেক ছবি দেয়া হল-
নিচের ছবিগুলোর সোর্স- BOTANY.bd গ্রুপের 'মাধবীলতা' নামের সদস্য
ফলের ভিতরে ভেলভেট সূতার মত আঁশ।
- ইংরেজীতে বর্ণনা ( নেট থেকে)
Gymnema
sylvestre is regarded as one of the plants with potent anti diabetic
properties. This plant is also used for controlling obesity in the form
of Gymnema tea. The active compound of the plant is a group of acids
termed as gymnemic acids. It has been observed that there could be a
possible link between obesity, Gymnemic acids and diabetes. This review
will try to put forth an overall idea about the plant as well as present
a molecular perspective linking the common medicine to the most common
metabolic disorders.
It is a woody
climber with small yellowish flowers and simple opposite, ovate
-elliptic hairy leaves. It is found wild in various deciduous forests of
India. The leaves of this plant have been used in India for over 2000
years to treat madhu meha, or “honey urine.” Chewing the leaves destroys
the ability to discriminate the “sweet” taste, giving it its common
name, gurmar, or “sugar destroyer.”
No comments:
Post a Comment