Sunday, October 12, 2014

Pereskia bleo _ পত্রময় ক্যাকটাস / Wax Rose/ মোম গোলাপ/ রোজ ক্যাকটাস/ লিফ ক্যাকটাস / লিফি ক্যাকটাস /পেরেস্কিয়া ব্লিও


রোজ ক্যাকটাস
Pereskia bleo

Synonyms

  • Pereskia corrugata
  • Pereskia cruenta
  • Pereskia panamensis
  • Rhodocactus bleo
  • Rhodocactus corrugatus

---------------------------------------
ক্যাকটাস সাধারণত পত্রহীন হয়ে থাকে, তবে কণ্টাকীর্ণ এ গাছের পাতা দেখে বোঝাই যায় না যে এটি ক্যাকটাস! ক্যাকটাসের ফুলগুলো রূপসীই হয়, তবে এ ক্যাকটাসের ফুলের রূপমাধুরী ঢেড় বেশিই। অনিন্দ্য সুন্দর রূপমাধুরীর জন্যেই একে বলা হয় ‘গোলাপ-ক্যাকটাস’। আপনার বাগানে অভিজাত এ ফুলের স্থান দিয়ে বাগান সমৃদ্ধ করতে পারেন।

'পত্রময় ক্যাকটাস' -এর রূপমাধুরী
---------------------------------------
ক্যাকটাস সাধারণত পত্রহীন হয়ে থাকে, তবে  কণ্টাকীর্ণ এ গাছের পাতা দেখে বোঝাই যায় না যে এটি ক্যাকটাস!  ক্যাকটাসের ফুলগুলো  রূপসীই হয়, তবে এ ক্যাকটাসের ফুলের রূপমাধুরী ঢেড় বেশিই। অনিন্দ্য সুন্দর রূপমাধুরীর জন্যেই  একে বলা হয় ‘গোলাপ-ক্যাকটাস’। আপনার বাগানে অভিজাত এ ফুলের স্থান দিয়ে বাগান সমৃদ্ধ করতে পারেন।
______________________
বৈজ্ঞানিক নাম- পেরেস্কিয়া ব্লিও  (গ্রোত্র-ক্যাকটেসি)
ছবি লোকেশন- শ্রেষ্ঠ নার্সারী, বাইপাস রোড, পাবনা।
তারিখ-১৩-০৯-২০১৪
রোজ ক্যাকটাস

(তথ্য এবং ছবি- Botany.bd / রাশেদ কারামী )

No comments:

Post a Comment