Sunday, October 19, 2014

জংলী পাট / বন্যপাট / বনপাট / বুনো কুষ্টা / Jew's mallow jute, Jungle jute / Corchorus aestuans

  • বাংলা নাম- জংলী পাট, বন্যপাট, বনপাট, বুনো কুষ্টা  
    ইংরেজি নাম- Jew's mallow jute, Jungle jute 
    বৈজ্ঞানিক নাম- Corchorus aestuans (syn C. acutangulus)  
    গোত্র- Tiliaceae

    Rashed Karami's photo.




  • ছোট অবস্থায় / ফুল ধরার আগে বন্যপাট দেখতে অনেকটা পাটগাছের মতই মনে হয়। সবৃন্তক পাতার কিনারা খাজকাটা, পাতাগুলো অনেকটা বর্মাকার। পাতার কক্ষে হালকা হলদে বর্ণের ছোট ফুল হয়। আগষ্ট থেকে অক্টোবরে ফুল হয়। এর ফল ক্যাপসুল জাতীয় এবং 6টি শিরবিশিষ্ট, এর মধ্যে 3টি শির পাখনা আকৃতির। পরিপক্ক ফল ফেটে গিয়ে বীজ বের হয়। বীজের সাহায্যে এটি বংশবিস্তার করে।

No comments:

Post a Comment