Thursday, October 23, 2014

লাল বিছুটি / লাল-বিছুটি / Laportea interrupta

লাল বিছুটি

বৈজ্ঞানিক নাম: Laportea interrupta
গোত্র: Urticaceae
• English: Hen's Nettle, Hawai'i woodnettle, stinging nettle
• Hindi:  bichata,   bichua
• Sanskrit: vrushrchat


গাছটির সমস্ত অংশ বিশেষ করে পাতায় অতি ক্ষুদ্র রোমের মত কাটা থাকে যা শরীরে ফুটলে ভীষন চুলকায়। এজন্যই এর নাম বিছুটি।  কান্ড, শাখা-প্রশাখা ও পাতার শিরা-উপশিরা সবই কিছুটা লালচে রঙের হয়ে থাকে তাই এর নাম লাল-বিছুটি ।  এর পাতা শরীরে ঘষা লাগলে সেখানে চুলকাতে চুলকাতে লাল হয়ে যায়। ছোট ঝোপ আকারে জন্মে থাকে। ২০-৮০ সে.মি. লম্বা হয় উদ্ভিদটি। বাড়ীর আশেপাশের পতিত জমি, রাস্তার পাশে, ড্রেনের পাশে উদ্ভিদটি জম্মায়। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই একে দেখা যায়।
তথ্যসূত্র/ ছবি: নেট।

No comments:

Post a Comment