Friday, October 3, 2014

Mesua ferrea / নাগেশ্বর

নাগেশ্বর
বৈজ্ঞানিক নাম : Mesua ferrea (গোত্র- Calophyllaceae )
ইংরেজি নাম: আয়রন উড ট্রি , Indian rose chestnut, Cobra's saffron ইত্যাদি।
হিন্দি : নাগচম্পা ও নাগকেশর।

----------------------
নাগেশ্বর এক প্রকার শোভাবর্ধক, চিরসবুজ গাছ। এর পাতা ও ফুল উভয়ই সুন্দর। পাপড়ির রঙ দুধ-সাদা ও একটু কোঁকড়ানো। নাগেশ্বর ফুলের পুংকেশরগগুলো সোনালি, যা ফুলের সৌন্দর্যে্ নতুন মাত্রা যোগ করেছে। সব মিলিয়ে এই ফুল বর্ণে-গন্ধে অনন্য। নাগেশ্বর ফুল সবচেয়ে বেশি ফোটে বসন্তকালে। তবে বর্ষায়ও ফুল ফুটতে দেখা যায়। ফুলে সুগন্ধ আছে। পাতাগুলো সরু ও বল্লমাকৃতি। সারা বছর নতুন নতুন পাতা গজানো এই গাছের অন্যতম বৈশিষ্ট্য। পাতার বিন্যাস ঘনবদ্ধ থাকায় গাছটি বেশ ছায়া সুনিবিড়। পিরামিড আকৃতির গঠন, কচিপাতার রংমাখা উচ্ছ্বাস, শুভ্রপুষ্পর স্নিগ্ধ শোভা ইত্যাদি কারণে পথতরু হিসেবে নাগেশ্বর অনন্য। গৃহসজ্জা ও পূজার উপকরণে এ ফুল কাজে লাগে।  ফুল ফুল ভেষজগুণেও অনন্য। সাহিত্যক্ষেত্রেও নাগকেশরের উপমা রয়েছে। যেমন--
লোককথায় আছে:
'নাচেন ভালা সুন্দরী লো , বাঁধেন ভালা চুল,
হেলিয়া দুলিয়া পড়ে যেন, নাগেশ্বরের ফুল।'
*** নাগেশ্বর হলো শ্রীলঙ্কার জাতীয় ফুল। ১৯৮৬ সালে এটিকে জাতীয় ফুল বলে ঘোষণা করা হয়। শ্রীলঙ্কায় নাগেশ্বর গাছ 'না' বৃক্ষ বলে পরিচিত। (মূল লেখাঃ বোটানী,বিডি/ রাশেদ কারামী)
-----------------------------------------------------------
বৈজ্ঞানিক নাম : Mesua ferrea (গোত্র- Calophyllaceae )
ইংরেজি নাম: আয়রন উড ট্রি , Indian rose chestnut, Cobra's saffron ইত্যাদি।
হিন্দি : নাগচম্পা ও নাগকেশর।
-------------------------------------
ছবি লোকেশন-কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ
তারিখ: ৩-১০-২০১৪

No comments:

Post a Comment