Thursday, October 16, 2014

Adenium _ অ্যাডেনিয়াম / এডেনিয়াম / ডেজার্ট রোজ

  • অ্যাডেনিয়াম
    বৈজ্ঞানিক নাম: Adenium spp
    গোত্র : Apocynaceae

    • এটি ডেজার্ট রোজ নামেও খ্যাত। কালারফুল ফুলের অ্যাডেনিয়াম বিশেষভাবে প্রশংসিত। হাউসপ্ল্যান্ট হিসেবে এটি খুবই জনপ্রিয়। অ্যাডেনিয়ামের আরেকটি নাম হল ব্যাংকক কালাচুচি (Bangkok kalachuchi)


অ্যাডেনিয়াম গাছটির নিচের অংশটি (কডেক্স) স্ফীত। বছরের পর বছর এটি টবে বেচে থাকতে সক্ষম, এজন্য পৃথিবীর বিভিন্ন দেশে একে বনসাই করা হয়। কলমে এর চাষ করা যায়। অ্যাডেনিয়ামের কিছু প্রজাতির রসে বিষাক্ত কার্ডিয়াক গ্লাইকোসাইড থাকে।





তথ্যসূত্র : Botany.Bd, উইকিপিডিয়া
ছবি: নেট।

2 comments:

  1. এটা কি ইনডোর এ চাষ হয়।

    ReplyDelete
  2. কোন মাটিতে গাছটি হয়?

    ReplyDelete