স্কারলেট কর্ডিয়া / রক্তরাগ
বৈজ্ঞানিক নামঃ Cordia sebestena
ইংরেজী নামঃ Scarlet Cordia, Orange Geiger Tree, Sebesten plum, Geiger Tree, sea trumpet
ইংরেজী নামঃ Scarlet Cordia, Orange Geiger Tree, Sebesten plum, Geiger Tree, sea trumpet
পরিবারঃ Boraginaceae (forget-me-not family)
স্কারলেট কর্ডিয়া-এর আদি আবাস কিউবা ও পেরু হলেও আমাদের বাগানে আপন হয়ে গেছে ফুলটি। এর বাংলা নামও দেয়া হয়ে গেছে.....রক্তরাগ !! অসাধারণ রঙ আর রূপের সঙ্গে এর রক্তরাগ নামটি বেশ মানানসই । গাছের শাখায় গুচ্ছ গুচ্ছ ফুলের শোভা এক পলকেই সবার দৃষ্টি কেড়ে নেয়। ফুলের উজ্জ্বল কমলা রঙ আর পাতার টিয়ে সবুজ রঙে কর্ডিয়ার অপূর্ব সাজ বেশ নজরকাড়া। গাছে ফুল থাকে প্রায় সারা বছরই, তবে শীত থেকে বসন্তে বেশি।
বর্ণনা:
১)গাছ ছোটখাটো, ৫ থেকে ৮ মিটার উঁচু, চিরসবুজ, কখনো গুল্ম আকারের।
২)পাতা একক, ১০ থেকে ১৮ সেমি লম্বা, ডিম্বাকার বা উপবৃত্তাকার।
৪) ডালের আগায় গুচ্ছবদ্ধ ফুল ফোটে প্রায় সারা বছর।
৫) ফুল ৩ থেকে ৫ সেমি লম্বা, পাপড়ি সংখ্যা ৬।
৬) ফল ডিম্বাকার, শাঁসাল, প্রায় ৪ সেমি লম্বা, বৃতিযুক্ত। বীজ আঠাল শাঁসে জড়ানো।
৭) শুষ্ক অঞ্চলে ভালো বাড়ে। বীজ, কলম ও দাবাকলমে চাষ।
- কোথায় এ ফুলগাছ?
- শাহবাগের টেনিস কমপ্লেক্স প্রাঙ্গণ, রমনা পার্ক, দোয়েল চত্বরের পশ্চিমে ঢাবি ক্যাম্পাস, বলধা গার্ডেনসহ বিভিন্ন বাগানে কর্ডিয়ার দেখা মেলে।
একটি সম্পূর্ণ গাছ
No comments:
Post a Comment