- দোপাটি
- ইংরেজী নামঃ Balsam
- বৈজ্ঞানিক নামঃ Impatiens balsamina
- পরিবারঃ Balsaminaceae
- দোপাটি ফুলের গাছ আমাদের দেশের প্রায় প্রত্যেক বাড়ীতেই দেখা যায়। এর চাষ
পদ্ধতি খুব সহজ এবং এই গাছে প্রচুর ফুল ফোটে। সব ঋতুতেই এ গাছ জন্মায়।
বর্ষায় আকারে বড় ও সুন্দর ফুল দেয়। দোপাটি গাছের উচ্চতা ১.৫০-২ ফুট বা
৪৫-৬০ সেমি.। গাছের কান্ড খুব নরম এবং গাছ বেশ ঝোপালো হয়। ফুল সাদা, লাল,
বেগুনি, গোলাপি প্রভৃতি রঙের হয়ে থাকে। ফুল সিঙ্গল ও ডাবল হয়। এই ফুল
বাগানের বর্ডারের জন্য বিশেষ উপযোগী।
ছবি- নেট।
তথ্যসূত্র- ফেইসবুক গ্রুপ
No comments:
Post a Comment