Tuesday, October 28, 2014

Oxalis debilis & Oxalis corniculata / আমরুল / চুকা শাক

 আমরুল

এখানে প্রথম ছবির গাছটির বৈজ্ঞানিক নাম- Oxalis debilis (গোলাপি আমরুল)। বাংলাদেশে Oxalis debilis অপেক্ষাকৃত কম দেখা যায়।

দ্বিতীয় ছবির গাছটির বৈজ্ঞানিক নাম-Oxalis corniculata (আমরুল)  তবে Oxalis corniculata বাংলাদেশের সব জায়গাতেই প্রচুর জন্মে, বাংলায় এটি আমরুল নামে পরিচিত। এটি ভেষজগুণসমৃদ্ধ।
তরু কথা's photo.
গোলাপি আমরুল

তরু কথা's photo.
আমরুল/ চুকাশাক

No comments:

Post a Comment